Posts

Showing posts from June, 2025

Kāmarūpa Mahāpīṭha

Image
  Kāmarūpa Mahāpīṭha  4 Ādi Śaktipīṭhas Series (last post) Introduction:—  The final or 4th sacred seat among 4 Ādi Śaktipīṭhas (primordial seats of Śakti) is Kāmarūpa Śaktipīṭha. Kāmarūpa is a very famous Śākta shrine. It is mentioned in almost all of the lists of Śākta shrines in ancient Scriptures. Goddess Kāmākhyā (who was previously known as Kubjikā) is the residing goddess of this seat. Goddess Dākṣāyaṇī's Yonī (Vulva) was fallen here. She's recognised as the menstruating Goddess.  Kubjika Devi The earliest name of this place, known to both early Hindu and Buddhist sources, is Kāmaru. The term 'Kāmaru' is obviously a tribal and pre-vedic term. The Sanskritized form 'Kāmarūpa' is easily derivable from it. This place has a great importance for the early Śākta traditions. This is because of its association with Matsyendranātha, the reputed originator of the Kaula teachings. He was a bengali fisherman . He went to Kāmarūpa and did penance through Kaulācār...

করবীর মহালক্ষ্মী (দ্বিতীয় ভাগ)

Image
  করবীর মহালক্ষ্মী (দ্বিতীয় ভাগ)  সূচনা :—  পূর্বের পোস্টের প্রত্যুত্তর রূপে খেচরান্নবাদীদের কিছু বক্তব্য এসেছে, তার সঙ্গে জুড়েছে এই পেজ সংক্রান্ত অপপ্রচার। নিম্নোক্ত আলোচনার মাধ্যমে তা সমাধান করা হবে। এবিষয়ে তারা প্রথমে কোল্হাপুর মহালক্ষ্মীর ভৈরব (স্বামী) বিষয়ে বিতর্ক সৃষ্টি করে। দ্বিতীয়তঃ এরা নিজেদের ইষ্ট বিষ্ণুবল্লভা রমাদেবীকেই পরোক্ষভাবে অপমান করে বসেছে। কিছুদিন পূর্বেই এরা দেবীর সতীত্ব বিষয়ে আঙুল তুলে বলেছিল, ভগবতী সিন্ধুজা নাকি গণেশের সঙ্গেও সঙ্গম করেন। সুতরাং যারা নিজেদের ইষ্টদেবীরই অপমান করেন, তাদের ইষ্টপারম্য বিষয়ে প্রচার করার অধিকার আছে বলে মনে হয়না।  মহালক্ষ্মী চণ্ডিকা করবীর মাহাত্ম্যের সংক্ষিপ্তসারজ্ঞাপক কাহিনী :—  একবার, ভগবতী পার্বতী এবং তার মা মেনকা কথোপকথন করছিলেন এবং মেনা তাঁর স্বামী হিমবান কত গৌরবময় তা নিয়ে গর্ব করতে শুরু করলেন। দেবী হৈমবতী স্মিতহাস্যে বললেন যে তাঁর স্বামী শিব সর্বশ্রেষ্ঠ, কারণ তিনি অনন্ত ব্রহ্মাণ্ডের জনক। মেনা মজার ছলে বললেন যে শিব একজন উলঙ্গ ভিক্ষুক, যিনি সর্প, ভস্ম এবং নরমুণ্ড পরিধানপূর্বক শ্মশানে ঘুরে বেড়ান। গৌরী...