মহালক্ষ্মী চণ্ডিকা

মহালক্ষ্মীপুর শক্তিপীঠ কোল্হাপুর, মহারাষ্ট্র ( পোস্টটি শাক্ত সম্প্রদায়ের মত, দর্শন ভিত্তিক। এখানে পঞ্চরাত্র, বৈষ্ণবশাস্ত্র প্রামাণ্য নয়, তাই যদি ব্যক্তিরা এতে আগ্রহী না হন, বিরক্ত না হন বা এ বিষয়ে কোনও সমস্যা খুঁজে না পান, তবে তাঁদের বলা হচ্ছে তাঁরা পোস্টটি এড়িয়ে চলুন।) সূচনা:— মহারাষ্ট্রের কোল্হাপুর একটি প্রসিদ্ধ শাক্তক্ষেত্র। এই শহরটি অম্বাবাঈ মহালক্ষ্মী চণ্ডিকা মন্দিরের জন্য সুবিখ্যাত। ললিতারূপিণী মহালক্ষ্মী মহালক্ষ্মী শব্দটি দেখে অনেকেই বিভ্রান্ত হন । এই কারণে কিছু বিশেষ বৈষ্ণবরা অম্বাবাঈকে শ্রীনিবাস তিরুপতির পত্নী বলে দাবি করেন । কিন্তু এটি একটি কল্পনা মাত্র। এর কোনো প্রামাণিক তথ্য নেই। কোল্হাপুরের পূর্ব নাম মহালক্ষ্মীপুর এবং এটি একটি শক্তিপীঠ যেখানে সতীর দেহ অঙ্গ পতিত হয়েছিল। ক্রমে ক্রমে আমরা এই পীঠের ইতিহাস, শাস্ত্রীয় তথ্যের প্রমাণ তুলে ধরছি। মহালক্ষ্মী —ব্যুৎপত্তি :— "মহা"— শব্দটি এসেছে "√মহ্+ঘ্+টাপ্" থেকে যেখানে "টাপ্" প্রত্যয়ের বিলোপ ঘটে "মহা" শব্দরূপ তৈরী হয়েছে এবং এটি "মহৎ" এর সমধাতুজ শব্দরূপ । মহা শব্দের...